রাঙামাটির দুর্গম সাজেক ইউনিয়নে আবারো হামের প্রাদুর্ভাব
- আপডেট সময় : ০১:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নে আবারো হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দুই মাসের ব্যবধানে আক্রান্ত হয়েছে শতাধিক শিশু। এদিকে, করোনা পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাবের কারণে দুর্গম এলাকার এসব মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তবে ওই এলাকায় হাম প্রতিরোধে কাজ করছে স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনী। করোনা পরিস্থিতির মাঝেও সাজেক ও আশপাশ এলাকায় চলছে টিকা কার্যক্রম।
চলতি বছরের ফেব্রুয়ারী মাসের শেষের দিকে সাজেকে হামের প্রার্দুভাব দেখা দেয়। দুই মাসের ব্যবধানে নতুন করে মাচলং, সুরুনং নালা, গঙ্গারাম ও ভাই বোন ছড়ায় এ রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা । করোনার মধ্যে নতুন করে হাম দেখা দেয়ায় প্রান্তিক এসব মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এদিকে দুর্গম এ এলাকাকে হাম মুক্ত করতে নানামূখি তৎপরতা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। করোনার মাঝে পরিচালিত হয়েছে টিকা কার্যক্রম। এ ছাড়াও সেনাবাহিনী চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে। জানান সাজেক ইউপি চেয়ারম্যান।
তবে দুর্গম এসব এলাকায় চিকিৎসা সেবা দিতে গিয়ে যোগাযোগ, পানি সহ নানা সংকটের কথা জানালেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা।বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী হওয়ায় রাঙামাটিতে সরকারী টিকা কার্যক্রম শতভাগ সফল হয় না। তাই সাজেকে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, দাবি সিভিল সার্জনের। দুর্গম পাহাড়ে হামের প্রাদূর্ভাব রোধে চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন সচেতন মহল।