রাঙামাটি এবং কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত
- আপডেট সময় : ০৪:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রাঙামাটি এবং কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে।
রাঙামাটিতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ মূল গ্রুপের সন্ত্রাসী অর্পন চাকমা নিহত হয়েছে। ভোর ৫টায় রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, রাঙ্গামাটি জোনের আওতাধীন শুভলং ক্যাম্পের একটি নিয়মিত টহল দল মাইসভাঙ্গা এলাকায় অবস্থান করলে পাহাড়ের উপর থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের উপর এলোপাতাড়ি গুলিবর্ষন শুরু করে। এ সময় আত্মরক্ষার্থে টহল দল পাল্টা গুলিবর্ষন করলে অর্পণ চাকমা নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। নিহত অর্পন চাকমা নানিয়ারচরের উপজেলা চেয়ারম্যান শক্তিমান হত্যা মামলার আসামি।
এদিকে, কুষ্টিয়ার দৌলতপুরে গেলরাত ৩টার দিকে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে শহিদ নিহত হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগোয়ান গ্রামে একটি পান বরজের পাশে দু’দল মাদক ব্যবসায়ীর মাদক কেনা বেচার সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শহিদ মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ২রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।