রাঙামাটি ও ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২৭
- আপডেট সময় : ০৪:২৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
রাঙামাটি ও ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৭ জন। রাঙামাটিতে মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। ঘাগড়া-কাপ্তাই সড়কের এই দুর্ঘটনায় গুরুতর আহত ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ৩০ জনের মতো নির্মাণ শ্রমিক কাপ্তাই উপজেলার কারিগর পাড়ায় একটি ভবনের ছাদ ঢালাই শেষে ফেরার পথে বগাপাড়া এলাকায় তাদের বহন করা মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ ফুট নিচের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। আহতদের পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, ট্রাক দুর্ঘটনায় আহত অবস্থায় ২৯ জন শ্রমিক রাঙামাটি জেনারেল হাসপাতালে আসলে গুরুতর ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে রেফার করা হয়। বর্তমানে ১৭ জন রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, ঝিনাইদহের মহেশপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। সকালে উপজেলার সস্তার বাজার ও গয়েশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সস্তার বাজারে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে একই উপজেলার গয়েশপুর গ্রামের মোড়ে বাশ বোঝাই ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়।