রাঙ্গামাটিতে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব
- আপডেট সময় : ০৬:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
রাঙ্গামাটির রাজবন বিহারে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দু’দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব। বৃহষ্পতিবার রাজবন বিহারে শুরু হওয়া দেশের সর্ববৃহৎ এই চীবর দানোৎসবে হাজারো পূণ্যার্থীর ঢল নেমেছে। সাধু সাধু ধ্বনিতে মুখরিত হয়েছে রাজবন বিহার ও আশেপাশের এলাকা। বিহারের চারপাশে বসেছে গ্রামীন মেলা।
রাঙামাটির রাজবন বিহারের ৫০ তম কঠিন চীবর দানে পূণ্যার্থীর ঢল নেমেছে। বৃহস্পতিবার বিকালে চরকায় সুতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন রানী ইয়েন ইয়েন। এবার দুই শতাধিক কোমর তাঁতে চীবর বোনার সংকল্প রয়েছে।
২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরী করে তা রাঙিয়ে, আগুনে শুকিয়ে কোমর তাঁতে বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় বস্ত্র তৈরী হবে। দান করা হবে বৌদ্ধ ভিক্ষুদের।
পার্বত্য চট্টগ্রাম ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজবন বিহারে দলে দলে আসতে থাকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাজবন বিহার এলাকা এখন উৎসবের কেন্দ্র বিন্দু। আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার।
বৌদ্ধ শাস্ত্র বলছে, দীর্ঘ আড়াই হাজার বছর পূর্বে গৌতম বুদ্ধের উপাসিকা বিশাখা ২৪ ঘন্টার মধ্যে চীবর তৈরীর প্রচলন শুরু হয়। প্রতি আষাঢ়ী থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা সাধনায় থাকেন। তা শেষে চীবর দান করতে হয়।