রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আন্ত: ফুটবল টুর্নামেন্ট শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
তিন পার্বত্য জেলার ফুটবলারদের নিয়ে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আন্ত: ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা রাঙ্গামাটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি জেলা দল ২-০ গোলে খাগড়াছড়ি উন্নয়ন বোর্ড জেলা দলকে পরাজিত করে। টুর্নামেন্টে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার খেলোয়াড়রা অংশ নিচ্ছে। সোমবার সকালে বান্দরবান ও খাগড়াছড়ি জেলা দলের খেলা শেষে বিকালে পয়েন্টের ভিত্তিতে এগিয়ে থাকা দল নিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।