রাজধানীতে আবারো বাস চাপায় এক শিক্ষার্থী নিহত
- আপডেট সময় : ১২:২৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ১৭২৭ বার পড়া হয়েছে
একসপ্তাহের ব্যবধানে রাজধানীতে আবারো গাড়ি চাপায় নিহত হয়েছে এক শিক্ষার্থী। রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় মাঈনুদ্দিন নামে এসএসএসি পরীক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনার পরপরই নিহতের সহপাঠী ও বিক্ষুদ্ধ জনতা সড়কে নেমে বেশ কয়েকটি বাস ভাঙচুর করে ও আগুন দেয়। এদিকে, শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত জানিয়েছেন বাস মালিক সমিতি।
সপ্তাহখানেক আগে ময়লার গাড়ির চাপায় রাজধানীর মতিঝিলে নিহত হন নটরডেমের ছাত্র নাঈম। সহপাঠীর মৃত্যুর বিচারের দাবিতে রাস্তায় নামে একই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। দিন গড়িয়ে এই আন্দোলনে যোগ দেন অন্য কলেজের শিক্ষার্থীরা। তাদের এই দাবীর সঙ্গে একমত হয়ে
এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রামপুরা বাজারের সামনে রাস্তা পার হওয়ায় সময় এ দুর্ঘটনা ঘটে। আহত হয় আরও দুজন। এই খবর ছড়িয়ে পড়লে, মাঈনুদ্দিনের সহপাঠী ও বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে। আগুন দেয় অন্তত ১২টি বাসে। বাসগুলোর বেশিরভাগই অনাবিল পরিবহনের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে জনতাকে সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদ জানান, বাসচালক ও হেলপারকে ইতোমধ্যে আটক করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত জানিয়েছেন বাস মালিক সমিতি। দুপুরে বাসমালিক সমিতির মহাপরিচালক এনায়েউল্লাহ সংবাদ সন্মেলনে এ ঘোষনা দেন। বলেন, এ সিদ্ধান্ত শুধু ঢাকায় কার্যকর হবে। শুক্রবার ছুটি দিন ছাড়া অন্য দিন গুলোতে সকাল ৭টা থেকে রাত ৮ পর্যন্ত শিক্ষার্থীরা আইডি কার্ড প্রদর্শন করে বাসে হাফ পাশ দিতে পারবেন।
এদিকে রাজধানীর রামপুরায় বাসচাপায় এসএসসির ফলপ্রত্যাশী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার ঘটনার বিচার চেয়ে মানববন্ধন ও সড়ক আটকে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে বি এ এফ শাহীন কলেজ, ইম্পেরিয়াল কলেজ ও একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী সেখানে মানববন্ধন করেন। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা যায়। বিক্ষোভের কারনে রাস্তায় যানবাহন চলা চল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা দুর্জয় হত্যার সাথে জড়িত চালক ও হেলপারের দৃস্টান্তমূলক শাস্তি দাবি করছেন।