রাজধানীতে চলছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’
- আপডেট সময় : ০২:০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রাজধানীতে চলছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিন’। এ উপলক্ষে গির্জায় গির্জায় প্রার্থনা, মেলা, আনন্দ-উৎসব চলছে। গির্জা, হোটেলসহ বিশেষ স্থাপনায় আলোকসজ্জা পাশাপাশি আছে জমকালো আয়োজন। এ দিন গির্জায় প্রার্থনা দিয়ে শুরু ও বিশেষ গান এবং বন্দনা সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। মানবতার জয় ও করোনামুক্ত হতে বিশেষ প্রার্থনা করেন তেজগাঁও ধর্মপল্লীর আর্চ বিশপ ও ধর্মগুরু বিজয় অ্যান্ডি ক্রুজ।ভক্তরা বলছেন, কাঙ্খিত দিনটির জন্য সারাবছর অপেক্ষায় থাকেন তারা।
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ক্রিসমাস ডে। দিবসটি ঘিরে নানা কর্মকান্ড হাতে নিয়েছেন তারা। বড়দিনে সকাল থেকে ভক্তদের স্রোত নামে গির্জার দিকে।
গির্জায় আগতরা একে-অপরকে বড়দিনের শুভেচ্ছা জানান। তাদের উপস্থিতিতে উৎসব মুখরিত হয়ে হঠে পুরো প্রাঙ্গণ।
যীশুর কাছে বিশেষ প্রত্যাশার কথাও জানান তারা।
প্রার্থনা শেষে ঢাকা মহাধর্ম প্রদেশের আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ, দিবসটির তাৎপর্য তুলে ধরে সারাবিশ্বের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
করোনার সংক্রমণ ঠেকাতে গির্জায় গির্জায় কঠোর নজরদারি রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পাশপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রয়েছে।
এই দিনে খিস্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ফিলিস্তিনের বেথেলহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মানুসারীদের বিশ্বাস, সৃস্টিকর্তার মহিমা প্রচার ও মানবজাতিকে সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর আগমন ঘটে এ পৃথিবীতে।