রাজধানীতে চুরি, ছিনতাই ও মলম পার্টির সাথে জড়িত ২৭ জনকে গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে চুরি ও ছিনতাই ও মলম পার্টির সাথে জড়িত ২৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত লোহার রড, দা, ছোরা, চাকু, চেতনানাশক ট্যাবলেট ও মলম উদ্ধার করা হয়। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্মপুলিশ কমিশনার মাহবুব আলম। অভিযান অব্যাহত রাখার পাশাপাশি চক্রের মদদদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
প্রতি বছর ঈদকে সামনে রেখে রাজধানীতে বেড়ে যায় চুরি ছিনতাই ও মলম পার্টির তৎপরতা।
আগাম প্রস্তুতি হিসেবে রোজার শুরুতেই দুই দিনব্যাপী অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। লালবাগ নিউমার্কেট এলাকায থেকে গ্রেপ্তার করা হয় ২৭ জনকে।
ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন যুগ্মপুলিশ কমিশনার।
মোবাইলসহ ডিজিটাল ডিবাইজ সবচাইতে বেশি ছিনতাই করা চক্রটি মাদকের সাথেও সংশ্লিষ্ বলে জানান তিনি।
চক্রটির মদদদাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানান মাহবুব আলম।