রাজধানীতে টানা ৬ ঘণ্টায় বৃহস্পতিবার ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড : আবহাওয়া অধিদপ্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
রাজধানীতে টানা ৬ ঘণ্টায় বৃহস্পতিবার ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে যায়। ভোগান্তিতে পড়েন রাতে ঘরমুখী মানুষ। অনেকেই বৃষ্টির কারণে কর্মস্থল থেকে বের হতে পারেন নি। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে, রাজধানীর ধানমন্ডি-২৭, মিরপুর, শুক্রবাদ, আজিমপুর, মালিবাগ ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় হাঁটু এবং কোমর সমান পানি জমা হয়। এতে করে অনেক স্থানে গাড়ি আটকা পড়েছে। আজও রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিনজনসহ নিহত ৪। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকার মিরপুর কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।