রাজধানীতে ঠুনকো অজুহাতে ঘর থেকে বাইরে আসছেন নগরবাসী
- আপডেট সময় : ০৭:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব ও হোম কোয়ারেন্টিন কঠোরভাবে মেনে চলার সরকারি নির্দেশনা থাকলেও রাজধানীতে ঠুনকো অজুহাতে ঘর থেকে বাইরে আসছেন নগরবাসী। এমন অভিযোগ আইন প্রয়োগকারী সংস্থার। আবার করোনা সংক্রমনণ ঝুঁকিতে থাকা নগরীর কাঁচাবাজার ও টিসিবি’র ন্যায্যমূল্যের ট্রাকের সামনের জায়গায় মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। করোনার সংক্রমন ঠেকাতে এসব স্থানে তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত টানা ৩১ দিনের সাধারণ ছুটিতে দেশ। কিন্তু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। প্রতিদিনই বাড়ছে মৃতের পাশাপাশি করোনা শনাক্ত রোগীর সংখ্যা।
মানুষকে ঘরে রাখতে মাঠে কঠোর অবস্থানে পুলিশ ও সেনাবাহিনী। তবে জরুরি প্রয়োজনে ও নিত্যপণ্য কিনতে ঘরের বাইরে আসার অনুমতি রয়েছে। রাজধানীতে দায়িত্বরত পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযোগ, ঠুনকো অজুহাতে অনেকেরই বাইরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। করোনা সংক্রমন ঠেকাতে ও নিজেদের সুরক্ষায় সবাইকে ঘরে থাকার আহ্বান তাদের।
এদিকে, করোনা সংক্রমন ঠেকাতে, রাজধানীর কাঁচাবাজার একমুখি করলেও তদারকির অভাবে সামাজিক দূরত্ব মানছে না ক্রেতারা। একইভাবে টিসিবি’র নিত্যপণ্যের ট্রাক সেলের সামনেও মানুষের দীর্ঘ সারি, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
করোনার সংক্রমণ রোধে তদারকি বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের।