রাজধানীতে ঢিলেঢালা নজরদারির সুযোগে নিচ্ছেন নগরবাসী
- আপডেট সময় : ০৭:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ঢিলেঢালা নজরদারির সুযোগে, রাজধানীর সড়কে বাড়ছে নগরবাসীর পদচারণা ও ব্যক্তিগত যান চলাচল। অঘোষিত লকডাউন উপেক্ষা করেই ঘর থেকে বাইরে বের হচ্ছে অনেকে। আর নগরীর বাজারগুলোতে মানা হচ্ছে না সামাজিক দুরত্ব রক্ষায় সরকারি নির্দেশনা। সড়কে সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও, জরুরি কাজের নানা অযুহাত দিচ্ছেন নগরবাসী।
করোনা সংক্রমণ এড়াতে বারবার ঘরে থাকার নির্দেশনার তাগিদে দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর। আর সড়কে এই নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব পালন করছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে, করোনা পরিস্থিতিতে সময় যত যাচ্ছে ততই বাইরে বের হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। সে অনুযায়ি আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে না। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোষ্টগুলোতও ঢিলেঢালাভাব।
রাজধানীর বিজয় স্মরণী। যেখানে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। অনেকটা গাড়ীর জটলাও তৈরি হয় এখানে। আইন-শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে অনেকেই সদুত্তর দিতে পারেনি।
রাজধানীর প্রবেশদ্বার যাত্রাবাড়ী এলাকায় টিসিবি’র ন্যায্য মূল্যে নিত্যপণ্যের সিরিয়ালে নেই কোন শৃঙ্খলা। পাশাপাশি সবজি বাজারের ক্রেতার মানছেন না নিরাপদ দুরুত্ব।
করোনার ঝুঁকি এড়াতে সড়কে বের না হতে জনগনকে ঘরে থাকার পরামর্শ পুলিশের।
এদিকে সামাজিক দুরত্ব নিশ্চিতে রাজধানীতে সেনাবাহিনীর টহল ছিলো আগের মতোই ।
বৈশ্বিক মহাদুর্যোগ এড়াতে পুলিশের কঠোর নজরদারি বাড়ানোর পাশাপাশি আইন কঠোরভাবে প্রয়োগের জোর দাবি জানান ঢাকাবাসী।