রাজধানীতে নকল পণ্য বিক্রির অভিযোগে ফ্যামিলি নিডস সুপার শপকে জরিমানা
- আপডেট সময় : ০৭:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
রাজধানীতে অনুমোদনহীন ও নকল পণ্য বিক্রির অভিযোগে ফ্যামিলি নিডস নামে একটি সুপার শপকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই।
অভিযানে সুপার শপটিতে ১৮টি অনুমোদনহীন পণ্য খুঁজে পাওয়া যায়। এছাড়া রাজধানীর উত্তরখানে নকল প্রসাধনী তৈরি করায় মাউন্টেন কনজুমার লিমিটেড নামের এক প্রতিষ্ঠান সিলগালা ও মালামাল জব্দ করেছে সংস্থাটি।
নকল ও অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগে রাজধানীর আজমুপুরের ট্রাস্ট ফ্যামিলি নিডস নামের সুপার শপে অভিযান চালায় বিএসটিআই।
পুরো সুপারশপে অভিযান চালিয়ে অনুমোদনহীন ১৮টি পণ্যে খুজে পায় সংস্থাটি। আরো দুইবার প্রতিষ্ঠানটিকে সতর্ক করার পরও অনুমোদনহীন পণ্য বিক্রি করায় ৭০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিসস্ট্রেট।
তবে সুপারশপটির ম্যানেজার জানান, পণ্যগুলো নতুন হওয়ায় অনুমোদনের সময় পাননি তারা। তবে সুপারশপে এমন অভিযানে মিশ্র প্রতিক্রিয়া জানায় ক্রেতারা।
এদিকে রাজধানীর উত্তরখানের চামুরখানে এলাকায় ডিটারজেন্টসহ অনুমোদনহীন নকল পণ্য উৎপাদনের অভিযোগে মাউন্টেইন কনজ্যুমার লিমটেড নামে ফ্যাক্টরি সিলগালা ও নকল মালামাল জব্দ করছে বিএসটিআই।
অভিযানে কারখানাটিতে অনুমোদনহীন রাইজ ডিটারজেন্ট পাউডার, পুষ্পা হেয়ার ওয়েল, অর্গানিক হেয়ার ওয়েল,আটা-ময়দা দিয়ে তৈরি পুষ্পা ফেয়ারনেস ক্রিম, বনলতা ফেয়ারনেস ক্রিম, স্বর্ণলতা ফেয়ারনেস ক্রিম এবং পাকিন্তানি গোরি ক্রিম তৈরির মালামাল জব্দ করা হয়।
বিদেশী এসব প্রসাধনি অভিনব পদ্ধতিতে তৈরি করছিল মাউন্টেইন কনজ্যুমার লিমিটেড। প্রতিষ্ঠানটির মালিক ছরমত আলীকে না পাওয়া দুইজন ম্যানেজারকে আটক ও তিন লাখ টাকা জরিমানা করে বিএসটিআই।