রাজধানীতে প্রায় পাঁচ দিন পর দেখা মিলেছে সূর্য্যের
- আপডেট সময় : ১০:২২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৯ বার পড়া হয়েছে
রাজধানীতে প্রায় পাঁচ দিন পর দেখা মিলেছে সূর্য্যের। ফলে শীতের তীব্রতা কমে এসেছে খানিকটা। আবহাওয়া অফিস বলছে ২৬ ও ২৭ ডিসেম্বর কুয়াশার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গেল দু’দিনের তুলনায় ঢাকায় ১ থেকে ২ ডিগ্রী তাপমাত্র বেড়েছে। এদিকে, শীতের দাপট কম থাকায় মানুষের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীতে।
কুয়াশার চাদরে আবৃত শহর। ঘন মেঘের আবরণে ঢাকা সূর্য্য। সঙ্গে মৃদু শৈত্য প্রবাহ। এই তিনে রাজধানীবাসীর যেন বিপর্যস্ত। পাঁচদিন পর সূর্য্য হালকা উকি দেয়ায় তীব্র ঠাণ্ডার মধ্যে কিছুটা উষ্ণতার পরশ মিলেছে নগরবাসীর।
গেলো কয়েকদিনের শীতে রাস্তায় বেরোতে না পারলেও তাপমাত্র কিছুটা বাড়ায় জীবিকার তাগিদে মাঠে নেমেছে খেটে খাওয়া মানুষ। অনেকের আবার তীব্র শীতে ঘরে বসে থাকার সুযোগ নেই। দিনের তাপমাত্র কিছুটা বাড়লেও মাসের শেষ সপ্তাহ এবং জানুয়ারি মাসব্যাপী শীত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা সীতাকুণ্ডে ১০ দশমিক দুই; আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক দুই ডিগ্রী