রাজধানীর গণপরিবহনে দিনে ১৮২ কোটি ৪২ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায়
- আপডেট সময় : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
রাজধানীতে বিভিন্ন গণপরিবহনে ভাড়া আদায়ে নৈরাজ্য চলছে বলে অভিযোগ তুলেছে যাত্রী কল্যাণ সমিতি। প্রতিদিন ১৮২ কোটি ৪২ লাখ টাকা অতিরিক্ত আদায় হয় বলেও জানান তিনি। ভাড়া নৈরাজ্য প্রতিরোধে এবারের যাত্রী অধিকার দিবসে ১০টি দাবি তুলে ধরেন সমিতির মহাসচিব মোজ্জামেল হক।
বিভিন্ন শ্রেণির গণপরিবহণ রাজধানীতে প্রতিদিন গড়ে সাড়ে ৩ কোটি ট্রিপ দিয়ে থাকে। এই যাতায়াতে যাত্রীদের কাছ থেকে ১৮২ কোটি ৪২ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করে থাকে বাস মালিকরা। জাতীয় প্রেসক্লাবে যাত্রী অধিকার দিবসে এমন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এমন তথ্য পাওয়া গেছে, গেলো ২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের পর্যবেক্ষণে।
১ বছরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়েছে দুইবার। ফলে বেড়েছে অস্বাভাবিক হারে বাসভাড়া।এই খাতে ব্যাপক লুটপাট ও নৈরাজ্য চলছে বলে জানান সমিতির মহাসচিব মোজ্জামেল হক চৌধুরী।
সড়কে নৈরাজ্যের আতুরঘর বিআরটিএ বলে অভিযোগ জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি। জানান, সরকারি এই সংস্থাটির গণপরিবহনে চলে বছরব্যাপী অতিরিক্ত ভাড়া আদায়।
অন্য সবখাতের মতো পরিবহন খাতে সরকারের অব্যবস্থাপনা জনগণের অধিকার হরণ করা হচ্ছে বলে জানান সাংবাদিক মাসুদ কামাল।
বর্তমানে নগরীর কোনো পরিবহনেই মানা হচ্ছে সরকারের নির্ধারিত ভাড়া।