রাজধানীতে মোবাইল ফোন ছিনতাই ও চোর চক্রের তিন সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৪৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
রাজধানীতে মোবাইল ফোন ছিনতাই ও চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে আইফোন, স্যামসাং ও সনি ব্র্যান্ডের ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এদিকে, মানিকগঞ্জের সাটুরিয়ায়,অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ফেরদৌসকে গ্রেফতার করেছে সিআইডি। সকালে আলাদা ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
রাজধানীতে বেড়েছে মোবাইল চোর চক্রের তৎপরতা। সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কের একটি মোবাইল শোরুম থেকে চুরি হয় আইফোন, স্যামসাং ও সনি ব্র্যান্ডের ৫৫টি মোবাইল।
এঘটনায় ভাটারা থানায় মামলা হলে, বসুন্ধরা, ভাটারা ও কুমিল্লা এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, চোরাইকৃত মোবাইল রাজধানীর অভিজাত শপিং সেন্টারে বিক্রি করতো চক্রটি।
মানিকগঞ্জের সাটুরিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ফেরদৌসকে গ্রেফতার করেছে সিআইডি।
সকালে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, পারিবারিক কলহের জের ধরে গত ১৯ জুলাই পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে লাথি মেরে হত্যা করেন ফেরদৌস।
এছাড়াও কেরানীগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবক খুনের ঘটনায় প্রধান আসামী রাকিবকে টঙ্গী থেকে গ্রেফতার করেছে সিআইডি।