রাজধানীতে সকাল থেকে গুঁড়িগুঁড়ি
- আপডেট সময় : ০২:৪৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ১৬১২ বার পড়া হয়েছে
রাজধানীতে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। ফলে কিছুটা স্বস্তি নেমে এসেছে নগরজীবনে। ভোর থেকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও সকাল সাড়ে ৭টার দিকে বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তবে বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন জীবিকার জন্য ঘরের বাইরে বের হওয়া রাজধানীবাসী।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ ১০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যে পারে। এছাড়া সব বিভাগেই বজ্রবৃষ্টির হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।