রাজধানীর ইফতার বাজারে বিক্রেতা আছে, তবে ক্রেতা হাতে গোণা
- আপডেট সময় : ০৮:৫৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার ইফতার বাজারে বিক্রেতা আছে, বাহারি ইফতারি-পণ্যের পসরাও সাজানো থরে থরে; তবে ক্রেতা হাতে গোণা। লকডাউনে একদিকে অফিস-আদালত ও মার্কেট বন্ধ থাকায় ভাসমান ক্রেতাদের অনেকেই চলে গেছেন গ্রামে, অপরদিকে করোনার প্রভাবে আর্থিক দুরবস্থার কারণে শহরের স্বাভাবিক ক্রেতারাও অনুপস্থিত ইফতারী বাজারে। এ অবস্থায় বিপাকে পড়েছে পাড়া-মহল্লার হোটেল-রেস্টুরেন্টগুলো। বিক্রেতারা বলছেন, হোটেল-রেস্টুরেন্ট খোলা রেখেও ক্রেতার অভাবে লোকসান গুণতে হচ্ছে তাদের।
করোনা সংক্রমণ রোধে সারাদেশে দু’ সপ্তারও বেশি সময় ধরে চলছে লকডাউন। বন্ধ সরকারি-বেসরকারি সব অফিস-আদালত, দোকানপাট ও গণপরিবহন। এ অনিশ্চিত পরিস্থিতিতে রাজধানী ছেড়েছেন অন্তত ৩০ লাখ মানুষ। অবশিষ্টদের বেশিরভাগই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণে গৃহবন্দী। তাই রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার বাজার খোলা থাকলেও নেই কেনাকাটার ধুম। হাতেগোণা ক্রেতায় সবখানেই দোকানীদের হতাশা।
রাজধানীর বেইলি রোডের অভিজাত দোকানগুলোতে দূর-দূরান্ত থেকে অনেকেই আসেন ইফতার কিনতে। বাহারি সব ইফতারের পসরা সাজালেও এবার ক্রেতা কম থাকায় আক্ষেপের কথা জানান বিক্রেতারা।
এদিকে, চাহিদার সংকটে দোকানগুলোতে অন্য বছরের মতো পছন্দের ইফতার সামগ্রী না পেয়ে হতাশ অনেকে।
বেশি বিপাকে পড়েছে পাড়া-মহল্লার হোটেল-রেস্টুরেন্টগুলোর মালিকরা। লকডাউনের কারণে ক্রেতা কমে যাওয়ায় লোকসানের অভিযোগ তাদের।
তবে আরেকটু ধৈর্য্য ধারণে করোনার প্রকোপ কাটানো গেলে রাজধানীর ইফতার বাজারসহ সবকিছুই জমে ওঠার প্রত্যাশা সবার।