রাজধানীর উত্তর সিটির ১৩টি ও দক্ষিণে ১৪টি ওয়ার্ড ডেঙ্গুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ
- আপডেট সময় : ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনের ১৩টি ও দক্ষিণে ১৪টি ওয়ার্ড ডেঙ্গুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে সংবাদ সম্মেলনে ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ রিপোর্ট প্রকাশকালে এমন তথ্য জানানো হয়। এসময় স্বাস্থ্য সচিব ডা. আনোয়ার হোসাইন হাওলাদার ডেঙ্গুর প্রকোপ রোধে দুই সিটি করপোরেশনকে আরও তৎপর হওয়রা তাগিদ দেন।
রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। করোনা মহামারির শুরু আগে ২০১৯ সালে এক লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
চলতি বছরও দেশে দিন দিন ডেঙ্গুর প্রবনতা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগী ১২ হাজার আর মৃতের সংখ্যা ৪৫ জন ছাড়িয়েছে।
এমন বাস্তবতায়, আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু জরিপ রিপোর্ট।
জ্বর আসলে টেষ্ট করার পরামর্শ এবং প্লাটিলেট ৫ হাজারে নিচে না নামলে হাসপাতালে ভর্তি না হওয়ার কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর প্রফেসর ডা. রোবেত আমিন।
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২ সিটি কর্রোপশনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান স্বাস্থ্য সচিব।
ডেঙ্গু নিয়ে ভীত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ডা. আনোয়ার হোসাইন হাওলাদার