রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বাজার নিয়ন্ত্রণে মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে আকস্মিক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দিবাগত রাত ১২টায় অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। পাইকাররা মৌখিকভাবে পাইকারি দাম বললেও কেউই পণ্য কেনার কোনো রশিদ দেখাতে পারেনি। রাত ১২টার দিকে প্রথমে অভিযান চালানো হয় লেবুর ট্রাকে। সব খরচ মিলিয়ে কৃষক থেকে গড়ে প্রতি পিছ লেবু কেনায় খরচ হয় সাড়ে তিন থেকে চার টাকা। পাইকারি আর খুচরা দুটি হাত বদলেই প্রতি পিছ লেবুর দাম উঠে যায় ১০ থেকে ১৫ টাকায়।