রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে
- আপডেট সময় : ০১:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৭০৪ বার পড়া হয়েছে
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।
সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির কর্মসূচি ছিল দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানানোর। সকাল ৯ টা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করে অনুষ্ঠানস্থলে। কিন্তু এক পর্যায়ে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ আর বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়। পুলিশের অভিযোগ, বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে বিএনপির নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে যান। তিনি দাবী করেন, সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচিতে আসতে নেতাকর্মীদের বাধা দেয়া হয়েছে। যদিও পুলিশ বলছে, বিএনপি নেতাকর্মীরাই তাদের উপর অতর্কিত হামলা করে। আত্মরক্ষায় টিয়ারশেল নিক্ষেপ করেন তারা। জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।