রাজধানীর পাচটি থানায় শুরু হয়েছে কলেরা টিকাদান কর্মসূচি
- আপডেট সময় : ০৯:২৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রাজধানীর পাচটি থানায় শুরু হয়েছে কলেরা টিকাদান কর্মসূচি। চলবে আগামী ২ জুলাই পর্যন্ত। ছয় দিনব্যাপী এই কার্যক্রমে ১ বছরের বেশি ২৩ লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে। দুপুরে রাজধানীর মহাখালির আইসিডিডিআরবি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই কর্মসুচির উদ্বোধন করেন। এসময় করোনার প্রকোপ বাড়ায় সবাইকে বুস্টার ডোজ নেবার আহবান জানান মন্ত্রী।
ডায়রিয়া এবং কলেরার জন্য রাজধানীর যাত্রাবাড়ি, সবুজবাগ, মোহাম্মদপুর, মিরপুর ও দক্ষিণখান সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা। এসব এলাকার জনসাধারণকে কলেরা টিকার জন্য অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রথম ডোজ নেয়ার ১৪ দিন পর থেকে ৬ মাসের মধ্যে নেয়া যাবে দ্বিতীয় ডোজ টিকা। এক বছরের কম ও গর্ভবতী নারীরা টিকার আওতার বাইরে থাকবে।
করোনার পর বৃহৎ পরিসরে এ টিকা দেয়ার কথা জানান, স্বাস্থ্যমন্ত্রী। ভবিষ্যতে প্রতিটি জেলায় টিকাদান কর্মসূচির জন্য আলাদা ইউনিট করার কথাও জানান তিনি।
সরকার সারাদেশে দ্বিতীয় ডোজ করোনা টিকাদান শেষ করেছে জানিয়ে মন্ত্রী সবাইকে বুস্টার ডোজ নেয়ার অনুরোধ জানান।
কলেরাসহ নানা রোগ থেকে বাচতে টিকার পাশাপাশি নাগরিকদের বিশুদ্ধ পানি পানের পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।