রাজধানীর বাজারগুলোতে আকাশচুম্বী সবজির দর
- আপডেট সময় : ০৩:২৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারগুলোতে আকাশচুম্বী সবজির দর। পাইকারি বাজারে দু’তিনদিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। খুচরা বাজারে একই সবজির দাম বেড়ে গেছে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। স্বস্তি নেই চাল, ডাল, মাছ কিংবা মুরগির মাংসের বাজারেও। বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটেই বেড়েছে দাম। এই যুক্তি মেনে নিলেও ক্রেতারা বলছেন, কিছুটা কারসাজিও রয়েছে।
কোনভাবেই লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের দামের। রাজধানীর মহাখালী কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। বেগুন, করলা ও টমেটো ও শসার প্রতি কেজি কিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। এর পরে ৬০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে বেশির ভাগ সবজি। কাঁচামরিচের দাম এখনও দুইশ টাকার উপরে।
সবজির এই লাগামহীন দাম মাসখানেকের বেশি সময় ধরে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ মাস দু-এক ধরেই কম। শুধু সবজিই নয়, বাজারে এখন চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যদিনকার চাল। কেজি প্রতি দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। মোটা চালসহ সব ধরনের চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০’র মধ্যে।
ঝাঁজ কমেনি পেঁয়াজের। ডালসহ কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে। একই অবস্থা মাছের বাজারে। চড়া ইলিশ, রুইসহ অন্যান্য দেশি মাছের দাম। তবে মুরগির দাম বাড়লেও স্থিতিশীল খাসি ও গরুর মাংসের দর।