রাজধানীর বাজারে আবারো পেঁয়াজের অস্থিরতা সৃষ্টি
- আপডেট সময় : ০৩:১৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে আবারো পেঁয়াজের অস্থিরতা সৃষ্টি হয়েছে। গেল এক সপ্তার ব্যবধানে এক লাফে কেজি প্রতি দাম বেড়েছে ৪০ থেকে ৪৫ টাকা। একই সঙ্গে লিটারে ৭ থেকে ৮ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম। আর পাকারি বাজারের চেয়ে খুচরা বাজারে প্রতি কেজি ২০ থেকে বেশি দরে বিক্রি হচ্ছে সব সব ধরনের কাঁচা সবজি।
আবারও বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর সব বাজারেই দেশি নতুন পেঁয়াজ কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪৫ টাকা। এছাড়া পাকিস্তানী ১২০ এবং চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ টাকা। আমদানির কমে যাওয়ায় এই দাম বৃদ্ধির কারণ জানালেন ব্যবসায়ীরা।
লিটার প্রতি ৭ থেকে ৮ টাকা বেড়েছে সয়াবিন তেলের দামও। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে কেজিতে ২০ থেকে ২৫ টাকা বাড়তি নেয়ার অভিযোগ করলেন সবজি ক্রেতারা। এদিকে, বরাবরের মতোই নানা অজুহাতে ৪০ থেকে ৫০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সবধরনের মাছ। ব্রয়লার মুরগী কেজিতে বিক্রি হচ্ছে ১৩৫ টাকা। গরু মাংসও বেধে দেয়া দামেই পাচ্ছেন ক্রেতারা। তবে খাসির মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে ৮’শ থেকে ৯’শ টাকা।