রাজধানীর বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বেড়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
সপ্তাহের ব্যবধানে হঠাৎ করেই রাজধানীর বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকহারে বেড়েছে। গেল দুদিনে এ পণ্যটির দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। দেশি পেঁয়াজের মজুদ ফুরিয়ে আসায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
তবে আমদানী করা পেয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে। এদিকে গত সপ্তাহের তুলনায় চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা। পাশাপাশি ব্রয়লার মুরগীর দামও বেড়েছে কেজিতে ১০ টাকা। ভোক্তাদের দাবি, দাম বাড়ার কারণে ক্রয় ক্ষমতা কমেছে সাধারণ মানুষের। আর শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় নির্ধারিত দামেই সবজি ক্রয় করতে পারছে ক্রেতারা। অপরিবর্তিত রয়েছে ডাল, আটা, তেল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সব খাদ্যপণ্যের মূল্য।