রাজধানীর বাজারে বাড়তি দামেই স্থিতিশীল ছোলা, চিনি, খেজুর, , মাছ-মাংস
- আপডেট সময় : ০২:০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ১৬৯০ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে বাড়তি দামেই স্থিতিশীল ছোলা, চিনি, খেজুর, বেগুন, মাছ-মাংস। তবে লেবু-শসাসহ খানিকটা কমেছে কিছু সবজির দাম। বাজার ঘুরে দেখা যায়, নানা অযুহাতে ক্রেতাদের পকেট কাটছেন বিক্রেতারা। দ্রব্যমূল্য সহনশীল রাখতে আবারও কঠোরভাবে বাজার তদারকির দাবি সাধারণ মানুষের।
পবিত্র রমজানে অতি-মুনাফা করা যেন এখন রীতিতে পরিণত। নানা অজুহাতে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে নানা হুংকার শোনা গেলেও বাজারে তার দৃশ্যমান কোন প্রভাব নেই।
ছোলা, চিনি, খেজুর, মাছ-মাংস, সবই চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। এতে চরম ক্ষুব্ধ স্বল্প আয়ের মানুষ।
কিছুটা কমেছে লেবু-শশার দাম। ৮০ টাকা লেবুর হালি ৬০ টাকা, আর ১২০ টাকা কেজি শশা এখন ৮০ টাকা।
ক্রেতারা অভিযোগ করেন, পাইকারি ও খুচরা পর্যায়ে দামে দ্বিগুন পার্থক্য। হাতবদল হতেই নানা অযুহাতে বাড়ানো হয় পণ্যের দাম।
এদিকে, আগের মতই চড়া মাছ-মাংসের বাজার। অস্থির মুরগির বাজারও।
বাজার নিয়ন্ত্রণে, অসাধু-ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনার দাবি সাধারণ ক্রেতাদের।