রাজধানীর বাজারে সব ধরণের খাদ্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে
- আপডেট সময় : ০২:৪১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে সব ধরণের খাদ্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। তবে সরবরাহের সঙ্গে চাহিদা বাড়ায় ইলিশ মাছের হালিতে ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। আর গেল সপ্তার দামেই গরুর মাংস ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৭০ টাকা কেজি। পেঁয়াজের দাম কমলেও এ সপ্তা দেশী পেঁয়াজের দাম ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি। আর আগের দামেই বিক্রি হচ্ছে চাল ও মুদি পণ্য।
বাজারে বেশিরভাগ খাদ্যপণ্যের দাম রয়েছে স্থিতিশীল। তবে পেঁয়াজের দাম কমলেও দেশী পেঁয়াজের দাম ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি। আর পাকিস্তানী ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চায়না ও মিশরের পেঁয়াজ আমদানি আপাতত বন্ধ রয়েছে। অন্যদিকে আদা ও রসুনের দাম কিছুটা বেড়েছে।
শীতের মৌসুম শেষ। এরপরও বাজারে সবজির কমতি নেই। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেন ক্রেতা-বিক্রেতারা। বাজারে ইলিশের সরবরাহ চোখে পড়ার মতো। কিন্তু এ সপ্তায় হালি প্রতি দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। এরপরও বিক্রি ভালো। অবশ্য- অন্য মাছের ক্রেতা কম। ব্রয়লার মুরগী ১৩০ টাকা কেজি বিক্রি হলেও গরুর মাংসের দাম ২০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫৭০ টাকা। এদিকে, চাল ও মুদি পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই।