রাজধানীর বিউটি পার্লারগুলোতে চলছে উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ০৯:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৮২৭ বার পড়া হয়েছে
রাত পোহালেই হতে পারে ঈদ। তাই শেষ সময়ে রাজধানীর বিউটি পার্লারগুলোতে চলছে উপচে পড়া ভিড়। ঈদে আলাদাভাবে নিজেকে উপস্থাপন করতে ব্যস্ত রূপ সচেতন তরুণ–তরুণী থেকে মধ্যবয়সীরা। ফেসিয়াল, ফেয়ার পলিশ, গোল্ড ফেসিয়াল, স্পা, মেনিকিউর, পেডিকিউরসহ বিভিন্ন সেবা দিতে ব্যস্ত সময় পার করছে বিউটি পার্লারগুলো। স্বস্তিকা সিংহের প্রতিবেদন।
রাত পোহালেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আর তাই পোশাক, জুয়েলারি ও আনুষঙ্গিক সবকিছু কেনা শেষে এবার নিজেকে পরিপাটি করে তোলার পালা। রাজধানীর নামীদামী বিউটি পার্লারগুলোতে এখন সৌন্দর্য সচেতন নারীদের লম্বা লাইন।
সৌন্দর্য সচেতন হওয়ার নারীরা উৎসব আলোয় নিজেকে ভিন্ন আঙ্গিককে তুলে ধরতে কেউ কাটছেন চুল, কেউবা আবার করছেন হেয়ার ট্রিটমেন্ট। হাল ফ্যাশানের সাথে তাল মিলিয়ে কেউ আবার রাঙিয়ে নিচ্ছে চুল। হাতজুড়ে মেহেদি যেনো পূর্ণতা দেয় ঈদের সাজের। তাই রূপ সচেতন নারীরা ফেশিয়াল, স্পা, মেনিকিউর পেডিকিওরের সাথে মেহেদির সূক্ষ্ম কারুকাজের সাজিয়ে নিচ্ছেন নিজের হাত।
শেষ সময়ে পরিপূর্ণ সেবা দিতে ব্যবস্ত সময় পার করছেন বিউটি পার্লারের কর্মীরা। ঈদের এই মাহেন্দ্রক্ষণে নারীদের সাথে সৌন্দর্য চর্চায় পিছিয়ে নেই পুরুষরাও। আর তাই পুরুষদের জন্য গড়ে উঠেছে অনেক জেটস পার্লার।
আর তাই দেখা গেলো ঈদ উপলক্ষে বাহারি হেয়ার স্টাইলের সাথে ফেসিয়াল, মেনিকিউর পেডিকিওর সহ সবকিছু নিয়ে ত্বকের যত্নে সময় দিচ্ছে পুরুষেরাও। সৌন্দর্য নিয়ে নারী-পুরুষের এমন সচেতনতা ঈদের আনন্দকে বাড়িয়ে তুলুক কয়েকগুন এটাই সকলের প্রত্যাশা।