রাজধানীসহ সারা দেশ কাঁপছে কনকনে শীতে

- আপডেট সময় : ০১:২৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
- / ১৭০২ বার পড়া হয়েছে
পৌষের বিদায় লগ্নে শিরশিরে ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার আবর্তে রাজধানীসহ সারা দেশ কাঁপছে কনকনে শীতে। দেশের অধিকাংশ এলাকায় সূর্যালোক ছিল প্রায় অদৃশ্য। ঘিরে ছিল ঘন কুয়াশায়। গত দু’দিন ধরে চলতি মৌসুমের শীতলতম দিনরাত পার করেছেন রাজধানীবাসী।
কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, পাবনা ও দিনাজপুরের ওপর ছিল মৃদু শৈত্যপ্রবাহ। সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।কুয়াশা, হিমেল হাওয়া আর হাড় কাঁপানো শীতে দেশের উত্তরাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে বিপর্যস্ত জনজীবন। জবুথবু অবস্থা গরিব মানুষের। ঠান্ডাজনিত নানা রোগে অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালে বাড়ছে ভিড়। শীতে মানুষের পাশাপাশি গবাদিপশু-পাখিরও কাহিল অবস্থা। কুয়াশায় বিমানের ওঠানামা ও নদীতে ফেরি চলাচল ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখার ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিঘ্ন ঘটছে সড়কে যানবাহন চলাচলেও।
আবহাওয়া অফিস বলছে, ১৮ জানুয়ারির আশেপাশে দেশজুড়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও ঝড়ো বাতাসসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এরপর আরও কমবে তাপমাত্রা। ফেব্রুয়ারি থেকে কমতে শুরু করবে শীত।