রাজধানী উত্তরায় জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা
- আপডেট সময় : ০৭:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১৭৫৮ বার পড়া হয়েছে
রাজধানী উত্তরায় জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। নানান ব্রান্ডের আউটলেটে ছেলে আর মেয়েদের পোশাকের সমাহার। দেশীয় পোশাকের পাশাপাশি রয়েছে বিদেশী পোশাকের চাহিদাও। তবে গ্রীষ্মকাল হওয়ায় সবার পছন্দের শীর্ষে সুতি ও মসলিন কাপড়।
ঈদুল ফিতরের বাকি আর মাত্র দুই সপ্তাহ। এরই মধ্যে শপিং মলে ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু হয়েছে।
ক্রেতাদের চাপ সামাল দিতেই রাজধানীর উত্তরায় ব্রান্ডের দোকানগুলো ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। শোভা পাচ্ছে দেশী বিদেশী নানান পোশাকের সমাহার।
রুচি অনুযায়ী পোশাক পাওয়ায় খুশি ক্রতারা। বিক্রিও ভালো হচ্ছে বলে জানান বিক্রেতারা।
রাজধানীর উত্তরায় জমজম টাওয়ারেও কেনাবেচা জমে উঠেছে। মেয়েদের কাপড় বেশি বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
ঈদকে সামনে রেখে অনেক নারীই নিচ্ছেন নতুন বোরকা। এক্ষেত্রে দুবাই, সৌদি, কোরিয়ান কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি।
আধুনিক মার্কেট হওয়ায় ক্রেতাদের আনাগোনা বেশি বলে জানান এই ব্যবসায়ী।
ছেলেদের পাঞ্জাবি, শার্ট , প্যান্টের বিক্রিও বেড়েছে। তবে এখানে আনাগোনা বেশি নারীদের। পরিবারের সদস্যদের জন্য কিনতে এসেছেন তারা।
প্রায় অধিকাংশ শপিং মলগুলো ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়েছে নানান ব্যবস্থা।
শেষ রমজানের ১০ দিনে ক্রেতাদের উপচেপড়া ভীড় থাকবে বলে জানান ব্যবসায়ীরা।