রাজধানী ছাড়তে বাস কাউন্টারে শেষ মুহূর্তের যাত্রীদের ভিড়
- আপডেট সময় : ০২:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ঈদুল আযহা বাকি আর মাত্র ১ দিন।
ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।
প্রতিবারের মতো এবারও নির্ধারিত টিকিট ও সময় মতো বাস পাওয়া নিয়ে নানা বিড়ম্বনার কথা জানান যাত্রীরা।
নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের।
রাজধানী মহাখালী বাস টার্মিনালের সকালের চিত্র, ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কেউ বা বাসে উঠেছেন, আবার কেউ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছেন, উদ্দেশ্য বাড়ি ফেরা। আবার অনেকে টিকিট কিনতে ছুটছেন কাউন্টারে কাউন্টারে। প্রচন্ড গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না টিকিট। এই ক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি ভাড়া আদায়ে অভিযোগ। কাউন্টার ম্যানেজার বলছেন, মহাসড়কে তীব্র যানজট থাকায় এমন বিড়ম্বনায় পড়তে হচ্ছে। রাস্তায় বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। বাড়তি ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন অনিয়ম রোধে বাস টার্মিনালে রয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। ঈদ যাত্রায় নাড়ির টানে বাড়ি ফেরার অনুভূতি জানায় অনেকেই।