রাজধানী ঢাকার সড়কগুলো গতকালের তুলনায় আজ আরও বেশি ফাঁকা
- আপডেট সময় : ০২:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন আজ। সাপ্তাহিক ছুটির দিন ও বৃষ্টির কারণে শুক্রবার সকালে রাজধানী ঢাকার সড়কগুলো গতকালের তুলনায় আরও বেশি ফাঁকা ছিল। সকালে রিকশা ও ব্যক্তিগত গাড়ি একেবারেই কম দেখা যায়।
করোনা সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বেশির ভাগ দোকানপাটই বন্ধ ছিল।প্রধান সড়কের তুলনায় অলিগলিতে মানুষের চলাফেরা ছিলো একটু বেশি। সকালের দিকে গণমাধ্যমসহ বিভিন্ন জরুরি সেবা প্রতিষ্ঠানের যানবাহন যাতায়াত করতে দেখা যায়। এছাড়া পণ্যবাহী কিছু যান চলেছে। গতকাল যাঁরা বিনা কারণে বের হয়েছেন, তাঁদের অনেককেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হতে হয়েছে অথবা জরিমানা দিতে হয়েছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, যৌক্তিক কারণ ছাড়া বাড়ির বাইরে বের হওয়ায় গতকাল ঢাকায় ৫৫০ জনকে আটক করা হয়।এছাড়া, ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানায় ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি বিভাগের ৫১টি থানা এলাকায় বিভিন্ন অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ২১২ জনকে জরিমানা করা হয়েছে। মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে ৩৯১ জনকে।