রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছে পুরোনো চেহারায়
- আপডেট সময় : ০৭:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
দোকানপাট খোলার পরদিনই রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছে পুরোনো চেহারায়। নগরীতে যাত্রীবাহী বাস ছাড়া চলছে সব ধরনের যানবাহন। এতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে যানজটের। কিছু মার্কেট ও শপিংমল খুললেও বেশিরভাগ ক্ষেত্রেই মান হচ্ছে না স্বাস্থ্যবিধি। ভার্চুয়াল বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জানান, স্বাস্থ্য বিধি না মানলে বন্ধ করে দেয়া হবে ব্যবসা প্রতিষ্ঠান।
রাজধানীতে দোকানপাট খোলার পরদিনই সকাল থেকেই যানবাহনের ভিড়। কোথাও কোথাও ছিলো যানজট। নগরীর প্রতিটি সিগনালেই ছিল চোখে পড়ার মতো গাড়ির উপস্থিতি।
ঘরে বাইরে বেরোনো সবারই দাবি, জরুরি প্রয়োজনেই বেরিয়েছেন তারা।
রাজধানীর স্বাস্থ্য বিধি মেনে মার্কেট ও শপিংমল খোলার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে, তার কোনো বালাই নেই। ক্রেতারাও মানছেন না সামাজিক দূরত্ব।
অবশ্য ভিডিও বার্তায় ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান জানান, স্বাস্থ্য বিধি নিশ্চিত করেই খোলা হচ্ছে মার্কেট ও শপিংমল ।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেছেন, যারা স্বাস্থ্য বিধি মানবে না, তাদের দোকান বন্ধ করে দেয়া হবে।