রাজধানী থেকে গ্রেফতার সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই বাবর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
২ হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুই হাজার কোটি টাকা পাচার মামলায় বাবরসহ ১০ জনের বিরুদ্ধে ২০২১ সালের ৩রা মার্চ অভিযোগপত্র দাখিল করে সিআইডি পুলিশ। এ মামলার অপর আসামিরা হলেন- মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, খন্দকার নাজমুল ইসলাম লেভী, আশিকুর রহমান ফারহান, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম। আসামী মোহতেশাম সাবেক এলজিআরডি মন্ত্রীর ছোট ভাই।