রাজনীতিতে বিএনপি’র বড় বাধা দ্বৈত নীতিঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জনগণ চাইলেই বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জেলায়-জেলায় বিএনপির কর্মসূচিতে সরকার বাধা নয়, বরং সহযোগিতা দিচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পদ্মাসেতু নিয়ে সবসময় ষড়যন্ত্র করেছে বিএনপি। তারা নিশ্চয়ই এখন পদ্মা সেতু দেখে লজ্জিত হবে। দুটি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সকালে নিজ বাসভবনে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন,বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতাবিরোধী অপশক্তি নিয়েই তাদের রাজনীতি। সাম্প্রদায়িক উগ্রবাদ সঙ্গে নিয়ে অসাম্প্রদায়িকতার কথা বলে তারা।
মন্ত্রী আরো বলেন, জনগণ চাইলেই বিএনপি ক্ষমতায় আসবে। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের ওপর চাপাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে, সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে, সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু নিয়ে বিএনপি বহু ষড়যন্ত্র করেছে। এখন ষড়যন্ত্রকারীরা পদ্মসেতু দেখে লজ্জিত হবেন বলে মন্তব্য করেন তিনি।
গত ১৩ বছর ধরে বিএনপির হুমকি-ধামকি দিয়ে আসছে। তাদের কথিত সরকার পতনের হুঁশিয়ারি সম্ভব না বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।