রাজনীতিতে বিএনপি এখন চরম দুঃসময় পার করছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রাজনীতিতে বিএনপি এখন চরম দুঃসময় পার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এদিকে দুপুরে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ শেষে তথ্যমন্ত্রী বলেন, বৃক্ষরোপণ এখন একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।
মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের যুক্তি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় রাজনৈতিক ইস্যু না পেয়ে বিএনপি অন্য ইস্যুতে মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করছে বলে অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু পরিবার মেধা, সাহস ও সততার প্রতীক উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার প্রধান হয়েও অতিসাধারণ জীবন যাপন করেন শেখ হাসিনা।
এদিকে, মুজিববর্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।