রাজনীতি ও গোয়েন্দা কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে কাজ করছে চীন ও রাশিয়া
- আপডেট সময় : ১২:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আগামী দশকের মধ্যে রাজনীতি ও গোয়েন্দা কাজে বৈপ্লবিক পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে কাজ করছে চীন ও রাশিয়া। এমন মন্তব্য ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআইসিক্স-এর প্রধান রিচার্ড মুরের। তিনি বলছেন, এ নিয়ে দুদেশের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে।
গোয়েন্দা কার্যক্রমে ব্যবহৃত প্রযুক্তির পেছনে কাড়ি কাড়ি অর্থ খরচ করছে চীন ও রাশিয়া ।
গত ১ অক্টোবর এমআইসিক্সের দায়িত্ব নেয়া রিচার্ড মুর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দেন ৩০ নভেম্বর। সেখানেই গোয়েন্দাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তার আলোচনায় উঠে আসে চীন ও রাশিয়ার ভূমিকার কথা। রিচার্ড মুর বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিনথেটিক জীববিজ্ঞান ও কোয়ান্টাম কম্পিউটিং এসব প্রযুক্তিগত দিকে আমাদের প্রতিপক্ষরা বেশি বেশি অর্থ খরচ করছে। কারণ, তারা জানে তাদের উদ্দেশ্য সফল করতে এর প্রয়োজনীয়তা কতটুকু। তিনি জানান, এমআইসিক্সের কাছে এককভাবে অগ্রাধিকার পাচ্ছে চীন।