রাজনীতি ছাড়ার ঘোষণা এমপি একরাম চৌধুরীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী। একই সঙ্গে তার ছেলেও রাজনীতি করবে না বলে জানান তিনি। শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষনা দেন তিনি।
পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায়, একরাম চৌধুরী আরো বলেন,কারো টাকায় নয়, নিজের টাকায় রাজনীতি করেন তিনি। ধারণ করেন বঙ্গবন্ধুর আদর্শ। নোয়াখালী জেলা আওয়ামী লীগ সুশৃঙ্খল। তবে বর্তমানে একটা মহল আওয়ামী লীগকে উচ্ছশৃঙ্খল করার চেষ্টা করছে। পরে ভোল পাল্টে ফেসবুক লাইভে একরামুল করিম চৌধুরী বলেন, গণমাধ্যম তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে।