রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামী লীগ সেলফি ঘটনায় ঢোল পিটাচ্ছে : ফখরুল
- আপডেট সময় : ০৭:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সেলফি তুলে ঢোল পেটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে, কোনো সেলফিই রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের স্মরণ সভায় একথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না।
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা রিপোটার্স ইউনিটিতে স্মরণসভার আয়োজন করে সাইফুর রহমান স্মৃতি পরিষদ। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাইফুর রহমানকে গেমচেঞ্জার আখ্যা দিয়ে অর্থনীতির ক্ষেত্রে তার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন আইন শৃঙ্খলাবাহিনী ও আমলাতন্ত্রকে ব্যবহার করে, শক্তি প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ সরকার।
মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের সেলফি তোলার প্রসঙ্গেও কথা বলেন তিনি। এর আগে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, অযোগ্যতা আর দূর্নীতির কারনে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ঢাকার দুই সিটি মেয়রের আবারও পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।