রাজনৈতিক কারণে অর্থনৈতিক ক্ষতি চান না ব্যবসায়ীরা : মো. জসিম উদ্দিন
- আপডেট সময় : ০৭:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
গ্যাস-বিদ্যুৎসহ বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা না গেলে রপ্তানির ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অর্থনীতির ধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলেও জানান জসিম উদ্দিন।
শনিবার এফবিসিসিআই’র উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ”স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন”।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে এফবিসিসিআই সম্মেলন কক্ষে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।
সংবাদ সম্মেলন এফবিসিসিআই সভাপতি বলেন, রাজনৈতিক কারণে অর্থনৈতিক ক্ষতি চান না ব্যাবসায়ীরা।
অর্থনৈতিক সক্ষমতা অর্জন ও রপ্তানি লক্ষমাত্রায় পৌঁছাতে গ্যাস বিদ্যুৎ-সহ বড় চ্যালেঞ্জ গুলো মোকাবিলা জরুরি বলেও মনে করেন তিনি।
২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যেতে হলে ব্যবসায়ীদের গুরুত্ব দেবার আহবান জানান জসিম উদ্দিন।