রাজনৈতিক পৃষ্টপোষকতা না থাকলে জঙ্গীবাদকে চিরতরে নির্মুল করা যেতো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলা চালিয়েছিল জঙ্গীরা। তাদের রাজনৈতিক পৃষ্টপোষকতা না থাকলে জঙ্গীবাদকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মুল করা যেতো বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের বিশেষ করোনা ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী আরো বলেন, জঙ্গীবাদের সঙ্গে সংশ্লিষ্টরা বিএনপির নেতৃত্বাধীন ২২ দলীয় জোটের মধ্যে এখনো আছে। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই তাদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এসময় দেশের করোনা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণেই করোনার ভয়াবহতা সাধারণ মানুষ বুঝতে পারেনি।