রাজনৈতিক প্রতিহিংসায় কেড়ে নেয়া হচ্ছে জিয়ার খেতাব : অভিযোগ বিএনপির
- আপডেট সময় : ০৬:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। খেতাব কেড়ে নিলে জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপি। মালোপাড়ায় মহানগর কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া একজন বীর
খুলনায়ও সমাবেশ করেছে বিএনপি। নগরীর দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মঞ্জু।পুলিশ বেষ্টনীর মধ্যে এ কর্মসূচি পালিত হয়।
নেত্রকোনায় জেলা বিএনপি’র উদ্যেগে শহরের ছোটবাজারের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি ডা. আনোয়ারুল হোক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীসহ অন্যান্য নেতা-কর্মীরা।
ঝিনাইদহে শহরের এইচএসএস সড়কে জেলা বিএনপির কার্যালয়ে সামনে বিক্ষোভ করে দলটির জেলা শাখা। এসময় বক্তারা খেতাব বাতিলের সিন্ধান্ত ও ঢাকায় বিএনপির নেতা-কর্মীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান।
সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। ইবি রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা।
কুড়িগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। পোষ্ট অফিস পাড়ায় জেলা বিএনপি’র কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। পরে কার্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পদক হাসিবুর রহমান হাসিব।
মানিকগঞ্জ জেলা বিএনপি‘র বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে কোর্ট চত্ত্বরেই সমাবেশ করে তারা। এ সময় খেতাব বাতিল সিদ্ধান্তের নিন্দা জানানো হয়।
পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপি শহরের শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে নেতা-কর্মীরা সেখানে বিক্ষোভ সমাবেশ করেতে চাইলে, পুলিশি বাধায় সেটাও পন্ড হয়ে যায়।