রাজনৈতিক প্রভাবশালীদের দ্বন্দ্বে স্থবির খুলনা কয়রার কাস্টমস এন্ড ল্যান্ড অফিস
- আপডেট সময় : ০৯:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
রাজনৈতিক প্রভাবশালীদের দ্বন্দ্বে স্থবির খুলনার কয়রা উপজেলার কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট ল্যান্ড কাস্টমস স্টেশন অফিস। দীর্ঘদিন ধরে ওই ঘাটের দায়িত্বে যারা আছেন তাদের সরিয়ে প্রভাবশালী একটি মহল অন্যদের ঘাট দেওয়ার পর থেকেই এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। মাঝিরা বলছেন, অনৈতিক সুবিধা না দেওয়ায় তাদেরকে এই ঘাট ছাড়তে বাধ্য করা হয়েছে। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন, মাঝিদের সাথে বসে সমস্যা সমাধান করা হবে।
খুলনা থেকে কলকাতা নৌ-রুটে বাংলাদেশের নৌ-সীমান্ত সুন্দরবন অঞ্চলের কয়রা উপজেলার আংটিহারায় ১৯৮০ সালের প্রথম ল্যান্ড কাস্টমস স্টেশন স্থাপন করা হয়। এরপর ২০০৯ সালে প্রাকৃতিক দুর্যোগ আইলায় আঘাতে কাস্টম অফিসটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এরপর এক স্থানীয়কে এমএলএসএসের চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে সাড়ে ৪ বিঘা জমি বন্দোবস্ত নেয় কাস্টমস কর্তৃপক্ষ।কিন্তু দীর্ঘ দিনেও তার চাকরি না হওয়ায় অস্থায়ী ভিত্তিতে কাজ করছে তিনি ও তার পরিবারের সদস্যরা
দুর্নীতি, কাস্টমস অফিসারের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক ভাইকে অফিস থেকে বের করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সেই নির্দেশ অনুযায়ী তাকে বের করে দিলে স্থানীয় সংসদের হস্তক্ষেপে এই ঘাট নিয়ে দেখা দিয়েছে জটিলতা। দীর্ঘদিন ধরে যারা ওই ঘাটের কাজ করে আসছিল তাদেরকে বাদ দিয়ে নতুন লোক নেওয়ায় ক্ষোপ প্রকাশ করেছে পুরনো মাঝিরা।
আর স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন,বর্তমান সংসদ সদস্যের মনোনীত লোক দিয়েই এখন ঘাট পরিচালনা করা হচ্ছে।
তবে এ ব্যাপারে কাস্টম কর্মকর্তার কোন বক্তব্য না পাওয়া গেলেও স্থানীয় সংসদ সদস্য বলছেন, সমস্যা সমাধানের জন্য কাজ করছেন তারা।
ভারত থেকে আসা নৌ-রুটের জাহাজের তল্লাশি,সিলগালা এবং ছাড়পত্র দেয়ার জন্য, এই ল্যান্ড কাস্টমস অফিসে দুইজন ইন্সপেক্টরসহ পাচজন কর্মকর্তা কর্মচারি নিয়মিত অবস্থান করেন।