রাজপথের রাজনীতিতে বিএনপিকে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও জনগণ এখন খুঁজে পায় না
- আপডেট সময় : ০৭:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
রাজপথের রাজনীতিতে বিএনপিকে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও জনগণ এখন খুঁজে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর চৌমুহনী পৌরসভার নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চূয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিবকে একজন সজ্জন মানুষ হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এমন মানুষদের পুতুল বানিয়ে চিহ্নিত দুর্নীতিবাজদের দায়িত্ব দিয়ে বিএনপি নিজেরাই নিজদলের অপমৃত্যু ঘটিয়েছে।
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার উদ্যাগে নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ কখনোই দল হিসেবে বিএনপির বিরুদ্ধে নয়– বরং তাদের নেতিবাচক ও অপরাজনীতির সমালোচনা করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী ও সুসংগঠিত আওয়ামী লীগ।
এ সময় বিএনপি মহাসচিবের বিভিন্ন অভিযোগের জবাব দেন ওবায়দুল কাদের। পাশাপাশি সমালোচনা করেন বিএনপির অপরাজনীতিরও।
জনগণের শান্তি বিনষ্টকারী সামাজিক অপরাধীদের আইনের আওতায় আনতে নোয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশও দেন সড়ক পরিবহনমন্ত্রী ও এলাকার নির্বাচিত এমপি ওবায়দুল কাদের।