রাজপথে আন্দোলনের মাধ্যমেই অবরুদ্ধ গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করা হবে
- আপডেট সময় : ০৮:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
রাজপথে আন্দোলনের মাধ্যমেই অবরুদ্ধ গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে দলটির অন্য নেতারা জানিয়েছেন, গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন শুরু হয়ে গেছে। বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে, নয়াপল্টনে রেলী-পূর্ব সমাবেশে একথা জানান তারা।
বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে, দুপুর থেকেই রাজধানী ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে, নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে। খালেদা জিয়ার মুক্তির শ্লোগানে আর তাকে নিয়ে বিভিন্ন গান ও বাদ্যযন্ত্রের তালে এ সময় পুরো নয়াপল্টন এলাকা পরিণত হয় বিরাট সমাবেশে।
অস্থায়ী মঞ্চে বক্তব্য দিতে গিয়ে সিনিয়র নেতারা বলেন, বর্তমান সরকারের পতন ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়।
সবশেষ বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ।
তিনি বলেন, খুন-গুম, মামলা ও হাজার হাজার নেতাকর্মীকে আটক করে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে দমন করা যাবে না।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর রেলীতে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটিংগেল মোড় হয়ে মালিবাগে গিয়ে শেষ হয় রেলীটি।