রাজপথে নয়, সেইফ এক্সিট হবে নির্বাচনে : কাদের
- আপডেট সময় : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, রাজপথে নয়, সেইফ এক্সিট হবে নির্বাচনে। নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র পথ। বিএনপির আন্দোলন রাজপথেই রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও জানান, ওবায়দুল কাদের। সকালে রাজধানীর উত্তরায় টঙ্গী ফ্লাইওভার উন্মুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থেকে ঢাকার উত্তরার হাউসবিল্ডিং পর্যন্ত বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের হাউজ বিল্ডিং থেকে টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী ২টি লেন উন্মুক্ত করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, এই দুই লেন চালুর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ কমবে। বিআরটি প্রকল্পের ২০ দশমিক ৫০ কিলোমিটার সড়কের কাজ ৭৮ দশমিক ৪৫ শতাংশ শেষ হয়েছে জানিয়ে ২০২৩ সালের মে থেকে জুনের মাঝামাঝি সড়কটি সম্পূর্ণ চলাচলের উপযোগী হবে বলেও জানান সেতুমন্ত্রী।
পরে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন ও সমাবেশে বাঁধা দেবে না সরকার।
আওয়ামী লীগ শাসনামলে নাকি দেশের দুর্যোগ ও দুর্ভিক্ষ হয়, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।