রাজবাড়ীতে আওয়ামী লীগ সভাপতিকে গুলি করে হত্যা
- আপডেট সময় : ০৮:২৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি এ বছর ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এদিকে ঢাকার ধামরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এছাড়া, নির্বাচনী সহিংসতায় গোপালগঞ্জ, মাগুরা, মানিকগঞ্জ ও গাইবান্ধায় আহত হয়েছেন শতাধিক।
রাজবাড়িতে নিজ বাড়ির সামনে খুন হন আওয়ামী লীগ নেতা ও সাবেক ওই ইউপি চেয়ারম্যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু হাসপাতলে নিয়ে যায়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার সময় পথে মারা যান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাহউদ্দীন জানান, কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা তদন্তের পর বলা যাবে।
ঢাকার ধামরাইয়ে পৃথক নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দুইজন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় ধামরাই থানা পুলিশ সুজন নামে ১ জনকে আটক করেছে।
সকাল থেকে দুপুর পযর্ন্ত কাশিয়ানী উপজেলার রাতইল, সাজাইল, পিঙ্গলিয়া ও কাশিয়ানী ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ জানায়, পরাজিত নৌকার প্রার্থী কাজী জাহাঙ্গীর আলমের সমর্থকরা হামলা চালায়।এতে মহিলাসহ উভয় পক্ষের অন্তঃত ২৫জন আহত হন। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে।
মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নে নির্বাচনে পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।স্থানীয়রা জানান- ভোট গ্রহণ শেষে রাতে প্রতিপক্ষ প্রার্থী মোশারফ শিকদারের লোকজন ক্ষিপ্ত হয়ে আকিদুলের সমর্থকদের উপর হামলা চালায়।এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়ের করা হয়েছে।
যশোরের শার্শার গোগা ইউনিয়নের নির্বাচনী সহিংসহতায় আহত আলী ফকির ভোরে নিজ বাড়ীতে মারা গেছে।
শার্শা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নির্বাচন পরবর্তী সহিংসতায় গাইবান্ধার সদর উপজেলার গিদারী ইউপি’র নৌকা মার্কায় নির্বাচিত চেয়ারম্যান হারুন-অর রশিদ ইদু প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয়েছেন। গেলরাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিলের প্রস্তুতির সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামির্তা ইউনিয়নে নৌকা প্রতিকের এক কর্মীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নির্বাচনে হেরে যাওয়ার পর প্রতিপক্ষ আনারস প্রতিকের লোকজন পেট্রোল দিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বলে দাবি নৌকা প্রতিকের কর্মী খোকন মিয়ার।
শেরপুরে নির্বাচন পরবর্তী সহিসংতায় দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে হামলা-সংঘর্ষ, আহত ১৫, বাড়িঘর-ভাঙচুর। লুটপাটের অভিযোগ ।
শরীয়তপুরে সদর উপজেলায় সতন্ত্র প্রার্থী জাহিদ ফকিরের সমর্থকদের বাড়ী ঘরে হামলা চালিয়ে অর্ধশতাধিক বাড়ী ঘর ভাংচুর করা হয়েছে। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছে।