রাজবাড়ীতে বিএনপির সাথে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ : পুলিশের লাঠিচার্জ
- আপডেট সময় : ০৬:২৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / ১৬১৫ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বনানী এলাকায় বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া রাজবাড়ীতে বিএনপির সমাবেশ ও আওয়ামী লীগের পাল্টা শান্তি সমাবেশকে কেন্দ্র করে বিএনপির সাথে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলায় জনসমাবেশ করেছে বিএনপি।
পটুয়াখালীর বনানী এলাকায় বিএনপি’র সাথে ছাত্রলীগ কর্মীদের তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছসাংবাদিকসহ অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। বেলা ১১টার দিকে ঘটে এ ঘটনা। এ সময় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে শহরের বনানী এলাকার দলীয় কার্যালয়ে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টুর বক্তব্য চলাকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিপের নেতৃত্বে বিএনপির সমাবেশে হামলা চালায় ছাত্রলীগ। এ সময় উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়। জেলা বিএনপির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।
রাজবাড়ীতে বিএনপির সমাবেশ ও আওয়ামী লীগের পাল্টা শান্তি সমাবেশকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ উভয়পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয়। পরে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুপুরে শহরের আদর্শ মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। এর আগে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা এলাকার বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাড়িতে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে বের হলে যুবলীগ ও ছাত্রলীগ তাদের ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়।
জামালপুরে বিএনপি’র সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে নিজেদের পকেটের উন্নয়ন করে মানুষকে বিভ্রান্ত করছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নে বরিশালে দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ করে বিএনপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার শাহজাহান ওমর বলেন, এ সরকারের অধীনে কোন নির্বাচনেই অংশ নেবে না বিএনপি।
১০ দফা দাবিতে পাবনা জেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ করে নেতাকর্মীরা। জেলার ৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিলে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান মিনু।