রাজবাড়ীর আমিনপুরের আ’লীগ নেতা আক্কাস আলীকে কুপিয়ে হ*ত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে পাবনার আমিনপুরের আওয়ামী লীগ নেতা আক্কাস আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় চরমপন্থিদের দুই গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত আক্কাস আলী পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের ডারাই গ্রামের বাসিন্দা। পাবনার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী এ তথ্য নিশ্চিত করে জানায়, আক্কাস আলী ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন মোশা গুলিবিদ্ধ হয়েছে। দুপুরে কলেজ থেকে বের হয়ে সাতক্ষীরায় আসার পথে তিনি অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।