রাজবাড়ীর তিন উপজেলায় ১৩টি প্রাথমিক বিদ্যালয় পদ্মার ভাঙনের মুখে পড়েছে

- আপডেট সময় : ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর তিন উপজেলায় ১৩টি প্রাথমিক বিদ্যালয় পদ্মার ভাঙনের মুখে পড়েছে। এরই মধ্যে ভবন ভেঙে যাওয়ায় দু’টি বিদ্যালয়ের পাঠদান চলছে অন্যত্র। বাকি ১১টি বিদ্যালয়ে কক্ষ সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। স্থায়ী ব্যবস্থা না নিলে বিদ্যালয়গুলো নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার ফুরসাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশের গ্রামগুলো পদ্মার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। যে কোন সময় স্কুলের পুরো ভবনটি পদ্মার গর্ভে চলে যাওয়ার আশংকায় পাঠদান চলছে অন্য একটি বিদ্যালয়ে।সেটিও ভাঙণ ঝুঁকিতে রয়েছে। আর কক্ষ না থাকার কারণে দুটি বিদ্যালয়ের তিনটি শ্রেণির পাঠদান চলছে একটি কক্ষে।
একই চিত্র মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এবছর বিদ্যালয়ের একটি ভবন নদীতে ধসে যায়। বাকি ভবনটিও ভঙণ ঝুঁকিতে পড়েছে। বিদ্যালয়ের পাঠদান চলছে শহীদ মিনারের বেদীতে। ভাঙ্গন ঝুঁকিতে থাকা ১৩টি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা।
নদী ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জেলা প্রশাসকসহ সবাই বিদ্যালয়গুলো ঠেকানোর চেষ্টা করেছেন বলে জানান জনপ্রতিনিধি ও শিক্ষা কর্মকর্তা। স্কুলগুলো রক্ষায় ঊর্ধতন কর্তৃপক্ষের প্রতি শিগগিরই যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি স্থাণীয়দের ।