রাজশাহীতে অ্যাসিড বৃষ্টির আশঙ্কা করছেন পরিবেশ বিজ্ঞানীরা
- আপডেট সময় : ০৫:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
রাজশাহীতে অ্যাসিড বৃষ্টির আশঙ্কা করছেন পরিবেশ বিজ্ঞানীরা। স্বর্ণপট্টি থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত অ্যাসিড গ্রাস করছে বাতাস। ফলে যে কোনো সময় ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। শুধু তাই-ই নয়, ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে দীর্ঘদিন জুয়েলারি দোকানে কাজ করা কারিগররাও।এ অবস্থায় স্বর্ণপট্টি শহর থেকে দূরে সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
রাজশাহী নগরীর সাহেববাজারের স্বর্ণপট্টিতেই সারাটা জীবন ধরেই কাজ করছেন আব্দুর রহিম। স্বর্ণালংকারে পালিশের কাজ করেন তিনি। এজন্য হাইড্রোক্লরিক ও নাইট্রিকের মতো সর্বগ্রাসী অ্যাসিডের ব্যবহার করেন। কিন্তু ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় নেই কোনো ব্যবস্থাই।
আব্দুর রহিমের মতো এক হাজারেরও বেশি কারিগর স্বাস্থ্যঝুঁকি নিয়ে বছরের পর বছর ধরে কাজ করছেন। অথচ তারা জানেন না, এই অ্যাসিড স্বাস্থ্য ও পরিবেশের জন্য কতটা ক্ষতিকর।
স্বর্ণপট্টির ভয়াবহ অ্যাসিডের ধোঁয়ার বিস্তার ঘটেছে মধ্য শহরের পুরোটায়। ধোঁয়ার তীব্রতার কারণে এ পথে চলাচল করতে চান না পথচারীরা।
যদিও এ নিয়ে কোনো মাথাব্যথা নেই জুয়েলারি সমিতির নেতাদের।
তবে সোনা গলানো অ্যাসিডের ভয়াবহ ক্ষতির আশঙ্কার কথা জানিয়ে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, লোকালয় থেকে অন্তত ২৫ কিলোমিটার দূরে সোনার অলঙ্কার তৈরির দোকানগুলো সরিয়ে নেয়া উচিত। তা না হলে অ্যাসিড বৃষ্টির মতো বিপর্যয় ঘটতে পারে।
রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সাহেববাজার হতে সোনাদীঘি মোড় পর্যন্ত এলাকায় জুয়েলারির এই ব্যবসা চলছে পাকিস্তান আমল থেকেই।